Biology MCQ Questions Answers | জীববিদ্যা MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর
পশ্চিমবঙ্গ ANM & GNM ভর্তি পরীক্ষার FREE ONLINE MOCK TEST
Hello,আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের অনেকের সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন। কিন্তু পরীক্ষায় বসলেই সুযোগ পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি।২০২৩ সালের পরীক্ষার ফর্ম ফিলাপ 17 ই জানুয়ারীর থেকে আরম্ভ হয়েছে, যা চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা 2ই জুলাই হবে। শুরু থেকে প্রস্তুতি নিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আজকে আমরা ANM GNM Practice Set / নার্সিং পরীক্ষার প্রশ্ন উত্তর / নার্সিং পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞানের প্রশ্ন উত্তর / Anm Gnm life Sciences practice Set আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।
🔷যারা ANM GNM এর Paid batch এ জয়েন হতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন- 8016174230 Call/WhatsApp
আর ও মক টেস্ট দিতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন- Nursing Education (Knowledge iQ)
🔷প্রতিদিন চ্যাপ্টার wise Free Class পেতে আমাদের YouTube Channel টি Subscribe করে রাখুন - Knowledge iQ Pathshala
Biology MCQ Questions Answers | জীববিদ্যা MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর
- রক্তে RBC-এর পরিমাণ বেড়ে যাওয়াকে –
(a)ওলিগোসাইথিমিয়া
(b)পলিসাইথিমিয়া
(c)অ্যানিমিয়া
(d) লিউকোপিনিয়া
উত্তরঃ- ওলিগোসাইথিমিয়া
- সিরামে অনুপস্থিত উপাদানটি হল—
(a)ফাইব্রিনোজেন
(b) অ্যালবুমিন
(c) গ্লোবিউলিন
(d) বিলিরুবিন
উত্তরঃ- অ্যালবুমিন
3. হিমোসিল-যুক্ত প্রাণীটি হল—
(a) কেঁচো
(b)আরশোলা
(c) মানুষ
(d) মাছ
উত্তরঃ- আরশোলা
4. চিংড়ির রক্তের শ্বাসরঙ্গকের নাম-
(a)হিমোগ্লোবিন
(b) হিমোসায়ানিন
(c)মায়োগ্লোবিন
(d)হিমোএরিথ্রিন
উত্তরঃ- হিমোসায়ানিন
5. অ্যান্টিবডি উৎপাদনকারী রক্তকণিকা হল—
(a) RBC
(b) অণুচক্রিকা
(c) নিউট্রোফিল
(d) B লিম্ফোসাইট
উত্তরঃ- B লিম্ফোসাইট
6. কোন্টিতে DNAথাকে-
(a)মাইটোকনড্রিয়া
(b)রাইবোজোম
(c) সেন্ট্রোজোম
(d) গলগিবডি
উত্তরঃ- মাইটোকনড্রিয়া
7. মলটোজ একপ্রকার –
(a) মনোস্যাকারাইড
(b)ডাইস্যাকারাইড
(c) অলিগোস্যাকারাইড
(d)পলিস্যাকারাইড।
উত্তরঃ- ডাইস্যাকারাইড
8. ব্যাকটেরিয়া কোশপ্রাচীরের প্রধান উপাদান হল
(a) সেলুলোজ
(b) পেকটিন
(c)হেমিসেলুলোজ
(d) পেপটাইডোগ্লাইকান।
উত্তরঃ- পেপটাইডোগ্লাইকান
9. হিল বিকারক হল-
(a) ADP
(b) ATP
(c)RuBP
(d)NADP
উত্তরঃ- NADP
- উৎসেচকের মধ্যে জৈব অণুটি হল—
(a)প্রোটিন
(b) শর্করা
(c) ফ্যাট
(d) ভিটামিন।
উত্তরঃ- প্রোটিন
11. কোন্ জোড়টি সঠিক নয়?—
(a)নিউক্লিয়াস—কোশের মস্তিষ্ক
(b) মাইটোকনড্রিয়া— কোশের শক্তিঘর
(c)ক্লোরোপ্লাস্ট – কোশের রান্নাঘর
(d)লাইসোজোম – ক্ষরণকারী দানা।
উত্তরঃ- লাইসোজোম – ক্ষরণকারী দানা।
12. কোন্টি ভ্যাকুওলের কাজ নয়? –
(a)সঞ্চয়
(b) কোশ রসস্ফীতি ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান
(c) বর্জ্যপদার্থ নির্গমন
(d) গমন।
উত্তরঃ- গমন।
13. কোনো কোশের ভেতর লাইসোজোমগুলি ফেটে গেলে কী ঘটবে?
(a)কোশটির আয়তন কমে যাবে
(b)কোশটির আয়তন বেড়ে যাবে
(c)কোশটি অপরিবর্তিত থাকবে
(d) কোশটি মারা যাবে।
উত্তরঃ- কোশটি মারা যাবে।
14. নীচের কোনটি মাছের জোড় পাখনা ?
a. পৃষ্ঠ পাখনা
b. পায়ু পাখনা
c. বক্ষ পাখনা
d. পুচ্ছ পাখনা
উত্তরঃ- বক্ষ পাখনা
15. পায়রার ডানায় বড়ো পালকের (রেমিজেস) সংখ্যা কটি ?
a. 23 টি
b. 12 টি
c. 10 টি
d. 22 টি
উত্তরঃ- 23 টি
16. ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ?
a. ইথিলিন
b. ফ্লোরিজেন
c. কাইনিন
d. অক্সিন
উত্তরঃ- ফ্লোরিজেন
17. স্ত্রীলোকদের স্তনগ্রন্দ্বির বিকাশ ঘটায় কোন হৱমোন ?
a. STH
b. থাইরক্সিন
c. ইস্ট্রোজেন
d. প্রোজেস্টেরন
উত্তরঃ- প্রোজেস্টেরন
18. ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ?
a. আরশোলা
b. মাছ
c. ইউগ্লিনা
d. প্যারামিসিয়াম
উত্তরঃ- ইউগ্লিনা
19. যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়, সেটি হল
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন C
D) ভিটামিন D
উত্তরঃ- ভিটামিন C
20. নীচের কোন রোগটি ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্টি হয় না?
A) ডিপথেরিয়া
B) কলেরা
C) টাইফয়েড
D) ইনফ্লুয়েঞ্জা
উত্তরঃ- ইনফ্লুয়েঞ্জা
আর ও মক টেস্ট দিতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন- Nursing Education (Knowledge iQ)
🔷প্রতিদিন চ্যাপ্টার wise Free Class পেতে আমাদের YouTube Channel টি Subscribe করে রাখুন - Knowledge iQ Pathshala
Comments
Post a Comment