Posts

Showing posts from January, 2023

পশ্চিমবঙ্গ ANM & GNM ভর্তি পরীক্ষার FREE ONLINE MOCK TEST

Image
  পশ্চিমবঙ্গ ANM & GNM ভর্তি পরীক্ষার FREE ONLINE MOCK TEST Hello, আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের  অনেকের সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন।  কিন্তু পরীক্ষায় বসলেই সুযোগ পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি।২০২৩ সালের পরীক্ষার ফর্ম ফিলাপ 17 ই জানুয়ারীর থেকে আরম্ভ হয়েছে, যা চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা 2ই  জুলাই হবে। শুরু থেকে প্রস্তুতি নিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।  তাই আজকে আমরা  ANM GNM Practice Set / নার্সিং পরীক্ষার প্রশ্ন উত্তর / নার্সিং পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞানের প্রশ্ন উত্তর / Anm Gnm life Sciences practice Set  আপলোড করলাম। যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।    🔷 যারা ANM GNM এর Paid  batch এ জয়েন হতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ  করুন- 8016174230 Call/WhatsApp আর ও মক টেস্ট দিতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন-  Nursing Education (Knowledge iQ) 🔷 প্রতিদিন চ্যাপ্টার wise Free Class পেতে আমাদের YouTube Channel টি Subscribe করে রাখুন  -  Knowledge iQ Pathshala জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্

Anm Gnm Mock Test West Bengal in Bengali Part-1: নার্সিং ভর্তি পরীক্ষার অনলাইন মকটেস্ট- 2023

Image
  Anm Gnm Mock Test West Bengal in Bengali Part-1: নার্সিং ভর্তি পরীক্ষার অনলাইন মকটেস্ট Dear Students  Knowledge iQ Pathshala চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  Anm Gnm Mock Test তাই তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো এবং বন্ধুদের শেয়ার করুন।।   আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের  অনেকের সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন।  কিন্তু পরীক্ষায় বসলেই সুযোগ পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি।২০২৩ সালের পরীক্ষার ফ্রম ফিলাপ 17 ই জানুয়ারীর থেকে আরম্ভ হয়েছে, যা চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা 2ই  জুলাই হবে। শুরু থেকে প্রস্তুতি নিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।  তাই আজকে আমরা Gnm mock test    / Nurshing mocktest / gnm Online free mock test   আপলোড করলাম। যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।    🔷যারা আমাদের টেস্ট সিরিজ নিতে চান যোগাযোগ করুন-  8016174230 (Call/ Wp)  1➤  হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা? ⓐ হাইপোথ্যালামাস ⓑ সেরিব্রাম ⓒ মেডালা ⓓ থেলামাস ➤ হাইপোথ্যালামাস সঠিক উত্তর 2➤  মূ

West Bengal ANM GNM Entrance Syllabus 2023

Image
ANM GNM Entrance Syllabus 2023  WBJEEB ANM & GNM 2023 Syllabus সিলেবাস ও নম্বর বিভাজন মোট প্রশ্ন সংখ্যা  :  ১০০ টি মোট নম্বর :   ১১৫ সময় :   ১ ঘণ্টা ৩০ মিনিট প্রশ্নের ধরন :  MCQ মোট ক্যাটাগরি  : ২ টি প্রতিটি প্রশ্নের মান :  ক্যাটাগরি ১ - ১ নম্বর, ক্যাটাগরি ২ - ২ নম্বর নেগেটিভ মার্কিং  :  ০.২৫ ( শুধুমাত্র ক্যাটাগরি ১) --------------------------------------------------------------------------------- সিলেবাসের বিষয়বস্তু জীবন বিজ্ঞান : জীবন ও তার বৈচিত্র্য জৈবনিক প্রক্রিয়া জীবন সংগঠনের স্তর জীববিদ্যা ও মানব কল্যাণ পরিবেশ ও তার সম্পদ জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবনের প্রবাহমানতা বংশগতি ও জিনগত রোগ অভিব্যাক্তি ও অভিযোজন পরিবেশ ও তার সংরক্ষণ ভৌত বিজ্ঞান : পরিমাপ বল ও গতি পদার্থ গঠন ও ধর্ম পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম শক্তির কার্য ও ক্ষমতা, তাপ শব্দ পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তাপের ঘটনাসমূহ আলো পরমাণুর নিউক্লিয়াস পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম। English: Article    Preposition Phrasal verb Voice change Narration change Transformation of sentence Sy