Anm Gnm Mock Test West Bengal in Bengali Part-1: নার্সিং ভর্তি পরীক্ষার অনলাইন মকটেস্ট- 2023


 

Anm Gnm Mock Test West Bengal in Bengali Part-1: নার্সিং ভর্তি পরীক্ষার অনলাইন মকটেস্ট


Dear Students

 Knowledge iQ Pathshala চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Anm Gnm Mock Test তাই তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো এবং বন্ধুদের শেয়ার করুন।।

  আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের অনেকের সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন।  কিন্তু পরীক্ষায় বসলেই সুযোগ পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি।২০২৩ সালের পরীক্ষার ফ্রম ফিলাপ 17 ই জানুয়ারীর থেকে আরম্ভ হয়েছে, যা চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা 2ই  জুলাই হবে। শুরু থেকে প্রস্তুতি নিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।  তাই আজকে আমরাGnm mock test  / Nurshing mocktest / gnm Online free mock test  আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।   

🔷যারা আমাদের টেস্ট সিরিজ নিতে চান যোগাযোগ করুন-  8016174230 (Call/ Wp) 


1➤ হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা?

ⓐ হাইপোথ্যালামাস
ⓑ সেরিব্রাম
ⓒ মেডালা
ⓓ থেলামাস

➤ হাইপোথ্যালামাস


2➤ মূত্রের অস্বাভাবিক উপাদান কোনটি?

ⓐ ইউরিক অ্যাসিড
ⓑ ক্রিয়েটিন
ⓒ NaCL
ⓓ গ্লুকোজ

➤ গ্লুকোজ


3➤ শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয় কোথায়?

ⓐ বৃক্কে
ⓑ মূত্রথলিতে
ⓒ ফুসফুসে
ⓓ যকৃতে

➤ যকৃতে


4➤ ব্যাঙের ক্ষেত্রে নিষেক হল-

ⓐ বাহ্যিক
ⓑ অভ্যন্তরীণ
ⓒ বাহ্যিক ও অভ্যন্তরীণ
ⓓ বায়বীয়

➤ বাহ্যিক


5➤ কীসের অভাবে ডায়াবেটিস হয়?

ⓐ শর্করা
ⓑ ইনসুলিন
ⓒ ক্যালসিয়াম
ⓓ ভিটামিন

➤ ইনসুলিন


6➤ পতঙ্গের আছে----

ⓐ দুজোড়া পা
ⓑ তিনজোড়া
ⓒ চারজোড়া
ⓓ একজোড়া

➤ তিনজোড়া


7➤ মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি?

ⓐ লোহা
ⓑ রুপো
ⓒ সোনা
ⓓ তামা

➤ লোহা


8➤ মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায়?

ⓐ মুখগহ্বর
ⓑ পাকস্থলী
ⓒ জেজুনাম
ⓓ গ্রাসনালী

➤ মুখগহ্বর


9➤ কার চামড়ার নীচে "ব্লাবারের" স্তর থাকে?

ⓐ কচ্ছপের
ⓑ সাপের
ⓒ তিমির
ⓓ ব্যাঙের

➤ তিমির


10➤ ভাইরোলজির জনক কে?

ⓐ আইভানোওস্কি
ⓑ এডওয়ার্ড জিনার
ⓒ বেইজিরিঙ্ক
ⓓ লুই পাস্তুর

➤ বেইজিরিঙ্ক


11➤ শ্বসনে মোট কত অনু ATP উৎপন্ন হয়?

ⓐ 15 অণু
ⓑ 8 অণু
ⓒ 30 অণু
ⓓ 38 অণু

➤ 38 অণু


12➤ পিত্তরসে কোন উৎসেচকটি থাকে?

ⓐ অ্যামাইলেজ
ⓑ ট্রিপসিন
ⓒ লাইপেজ
ⓓ কোনোটিই নয়

➤ কোনোটিই নয়


13➤ কোন প্রাণীকে 'ডেভিল মাছ' বলে?

ⓐ তিমি
ⓑ হাঙ্গর
ⓒ অক্টোপাস
ⓓ ডলফিন

➤ অক্টোপাস


14➤ RBC/WBC গণনা করার যন্ত্রের নাম কী?

ⓐ নিউ বার হেমোসাইটোমিটার
ⓑ ক্যালোরিমিটার
ⓒ থার্মোমিটার
ⓓ সিসমোগ্রাফ

➤ নিউ বার হেমোসাইটোমিটার


15➤ মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি?

ⓐ সায়াটিক নার্ভ
ⓑ ভেগাস নার্ভ
ⓒ অপটিক নার্ভ
ⓓ অলফ্যাক্টরি নার্ভ

➤ সায়াটিক নার্ভ

                      

আর ও মক টেস্ট দিতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন- Nursing Education (Knowledge iQ)

🔷প্রতিদিন চ্যাপ্টার wise Free Class পেতে আমাদের YouTube Channel টি Subscribe করে রাখুনKnowledge iQ Pathshala


Comments

Popular posts from this blog

পশ্চিমবঙ্গ ANM & GNM ভর্তি পরীক্ষার FREE ONLINE MOCK TEST

West Bengal ANM GNM Entrance Syllabus 2023

Test MCQ Questions Answers | MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর