পশ্চিমবঙ্গ ANM & GNM ভর্তি পরীক্ষার FREE ONLINE MOCK TEST
পশ্চিমবঙ্গ ANM & GNM ভর্তি পরীক্ষার FREE ONLINE MOCK TEST
Hello,আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের অনেকের সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন। কিন্তু পরীক্ষায় বসলেই সুযোগ পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি।২০২৩ সালের পরীক্ষার ফর্ম ফিলাপ 17 ই জানুয়ারীর থেকে আরম্ভ হয়েছে, যা চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা 2ই জুলাই হবে। শুরু থেকে প্রস্তুতি নিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আজকে আমরা ANM GNM Practice Set / নার্সিং পরীক্ষার প্রশ্ন উত্তর / নার্সিং পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞানের প্রশ্ন উত্তর / Anm Gnm life Sciences practice Set আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।
🔷যারা ANM GNM এর Paid batch এ জয়েন হতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন- 8016174230 Call/WhatsApp
আর ও মক টেস্ট দিতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন- Nursing Education (Knowledge iQ)
🔷প্রতিদিন চ্যাপ্টার wise Free Class পেতে আমাদের YouTube Channel টি Subscribe করে রাখুন - Knowledge iQ Pathshala
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
Q ➤ মানবদেহে হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?Ans ➤ রক্ত।
Q ➤ উদ্ভিদে গ্যালভানোট্যাকটিক চলন কীসের প্রভাবে দেখা যায় ?Ans ➤ তড়িৎশক্তি।
Q ➤ ত্বকের অনুভূতি সংগ্রাহক কোনটি ?Ans ➤ এপিডার্মিস।
Q ➤ রাসায়নিকভাবে ইনসুলিন প্রকৃতিতে কীরূপ ?
Ans ➤ পেপটাইড।
Q ➤ দুটি নিউরোনের সংযোগস্থলকে কী বলে ?Ans ➤ সাইন্যাপ্স।
Q ➤ যে যোগকলা আবরণী কেন্দ্রীয় স্নায়ুকে রক্ষা করে সেটিকে কী বলা হয় ?Ans ➤ মেনিনজেস।
Q ➤ বৃদ্ধি নিয়ন্ত্রণ ,উদ্ভিদের বিভিন্ন অংশের বয়ঃবৃদ্ধিকে হ্রাস করে কোন হরমোন ?Ans ➤ সাইটোকাইনিন।
Q ➤ পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত ?Ans ➤ ১.৩৬ কিগ্ৰা।
Q ➤ অগ্ন্যাশয় থেকে নিঃসৃত কোনটি দেহের শর্করার পরিমান নিয়ন্ত্রণ করে ?Ans ➤ ইনসুলিন।
Q ➤ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোশ থেকে নিঃসৃত হয় কোন হরমোন ?Ans ➤ ইনসুলিন।
Q ➤ জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণে জিনের প্রভাব ঘটে কীসের মাধ্যমে ?Ans ➤ প্রোটিন সংশ্লেষ।
Q ➤ মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কী বলে ?Ans ➤ CSF ।
Q ➤ মানবদেহের তাপমাত্রা নীম্নের কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয় ?Ans ➤ হাইপোথ্যালামাস।
Q ➤ অলফ্যাক্টরি স্নায়ু নীম্নের কোন কাজে সাহায্য করে ?Ans ➤ ঘ্রান।
Q ➤ নর এপিনেফ্রন আমাদের কী বাড়িয়ে দেয় ?Ans ➤ রক্তচাপ।
Q ➤ ঘ্রান অনুভূতি গৃহীত হয় মস্তিষ্কের কোন অংশ দ্বারা ?Ans ➤ অলফ্যাক্টরি লোব দ্বারা।
Q ➤ স্টেরয়েড হরমোন পাওয়া যায় কী থেকে ?Ans ➤ কোলেস্টেরল থেকে।
Q ➤ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি কী ?Ans ➤ হাইপোথ্যালামাস।
Comments
Post a Comment